Thursday, December 15, 2016

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এর শিক্ষক সমিতির নির্বাচনে ঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল এর নিরুঙ্কুশ জয়ঃ
=================================================



ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামীপন্থি প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করেছে। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীপন্থি বঙ্গবন্ধু পরিষদ প্যানেল থেকে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সবকয়টিতে জয়লাভ করেছে। নির্বাচনে সভাপতি হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কাজী আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে দুই প্যানেল বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল বঙ্গবন্ধু পরিষদ এবং বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবধে বিশ্বাসী শিক্ষক প্যানেল প্রতিদ্বন্দিতা করে। বৃহস্পতিবার (আজ) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৫৬ জন শিক্ষকের মধ্য ৩১২ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে ১৫৭ ভোট পেয়ে আওয়ামীপন্থি প্যানেল থেকে সভাপতি হিসেবে অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ১৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন। অপর দিকে প্রতিপক্ষ বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক ড. আলীনূর রহমান ১৪৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. আহসান উল্লাহ (Ahsan Faisal) ১২৭ ভোট পেয়েছেন।
আওয়ামীপন্থি প্যানেল থেকে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. সাইদুর রহমান। যুগ্ন সাধানণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক শাহাদাত হোসেন আজাদ ১৭২ ভোট এবং কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. মিজানুর রহমান ( Rahman DrMizan) ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে অধ্যাপক ড. আর কে এম সালেহ ১৫১ ভোট, অধ্যাপক ড. কামাল উদ্দিন ১৫১ ভোট, অধ্যাপক ড. জাকারিয়া রহমান ১৫৮ ভোট, অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ১৭০ ভোট, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ১৭০ ভোট, অধ্যাপক ড. মাহবুবর রহমান (Mahbubar Rahman) ১৬৩ ভোট, অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম ১৬৩ ভোট, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ (Paresh Barman ইনফরমেশন অ্যান্ড কমনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ) ১৪৫ ভোট, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন (Mahbubul Arfin) ১৬১ ভোট ও অধ্যাপক ড. আব্দুল মুঈদ ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
===================================================
আমাদের ইনফরমেশন অ্যান্ড কমনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগের সিনিয়র প্রফেসর ডঃ মোঃ মাহাবুবুর রহমান স্যারকে সভাপতি পদে জয়লাভের জন্য অভিনন্দন জানাচ্ছি। উনার কাছ থেকে আমরা অনেক নেতৃত্ব গুন শিখেছি।
=======================================================
আমার বিএস-সি ও এম.এস-সি শ্রেণীর গবেষণা কার্যের সুপারভাইজার এবং ইনফরমেশন অ্যান্ড কমনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগের প্রফেসর, বিশিষ্ট ব্রেইন এন্ড বায়ো-ইঞ্জিনিয়ারিং গবেষক ড. পরেশ চন্দ্র ব

1 comment:

  1. অভিনন্দন স্যার। এখানে আপনার মত একজন যোগ্য মানুষকে খুব প্রয়োজন ছিল।

    ReplyDelete

Powered by Blogger.