ইবি - সম্পূর্ন ভর্তি তথ্যঃ ২০১৬-১৭
আজ বিকাল ৪ টা ৩৬ মিনিট ২২ সেকেন্ডে E ইউনিটের রেজাল্ট প্রকাশের মাধ্যমে শেষ হলো ইবির সকল ইউনিটের ভর্তি পরিক্ষার রেজাল্ট প্রকাশ। এখন সময় মেরিট এবং ওয়েটিং থেকে ভর্তী হবার। এখানে সব থেকে বড় সমস্যা হল সিট বিন্যাস নিয়ে কিছু ভুল ধারনা।
আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে “শিফট ভিত্তিক” ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। যে ইউনিটে শিফট থাকে না, সেটা নিয়ে কোন ঝামেলা না হলেও যে ইউনিট গুলোতে শিফট থাকে, সেগুলো নিয়ে অনেক শিক্ষার্থী ভুল বোঝার মধ্যে থাকেন।
শিফট ভিত্তিক পরিক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধারন ক্ষমতা অনুযায়ি এখানে একসাথে ৬২০০ শিক্ষার্থী পরিক্ষা দিতে পারে। কোন ইউনিটে যদি ৯০০০ এপ্লিকেশন জমা হয়, তাহলে সেই ইউনিটের পরিক্ষা দুইবারে সম্পন্ন হয়। প্রথম পরিক্ষা হয় ৬২০০ জন এ্যাপ্লিকেন্ট নিয়ে, এটা প্রথম শিফট। পরের পরিক্ষা হয় বাকী ২৮০০ জন এ্যাপ্লিকেন্ট নিয়ে, যা দ্বিতীয় শিফট। এভাবে ১২৪০০ এর বেশি এপ্লিকেশন জমা হলে তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শিফট ভিত্তিক ফলাফল
যে ইউনিট গুলোতে একাধিক শিফট থাকে, সেই ইউনিট গুলোতে ফল প্রকশ করা হয় শিফট অনুযায়ী। অর্থাৎ কেউ যদি মেধা তালিকায় ১০০তম হয়ে থাকে, এর অর্থ সে ঐ শিফটে ১০০তম। যদি উক্ত ইনিটের শিফট ২টি হয়, তাহলে প্রতি শিফটে একজন প্রথম থাকবে। একি ভাবে প্রতি শিফটে একজন করে ১০০তম হবে।
এক্ষেত্রে আর একটি কনফিউশান হলো মেধা তালিকায় বিভিন্ন শিফট থেকে অবস্থান। এক শিফটে একজন ৮৫ নম্বর পেয়ে ১০ তম। আর অন্য শিফটে একজন ৮৭ নম্বর পেয়ে ৫০ তম। বেশি নম্বর পেয়েও কেন আমার অবস্থান পেছনে? এই প্রশ্ন প্রায়ই অনেকের মুখে শোনা যায়। এখানে মূল বিষয় হলো আপনার মেধাক্রম হয়েছে আপনার শিফটের ফলাফল অনুযায়ী। যে ৮৫ পেয়ে ১০তম, সে তার শিফটে ১০তম। আর যে ৮৭ পেয়ে ৫০তম সে তার শিফটে ৫০তম। প্রতি শিফট আলাদা এক্সাম হিসেবে চিন্তা করলে ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে।
শিফট ভিত্তিক আসন বিন্যাস
প্রতি শিফটের প্রশ্ন, পরিক্ষা, মেধাক্রম সব’ই আলাদা। তাই পরিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রতি শিফটের আসন সংখ্যাও ভিন্ন। আরো ভালো করে বললে পরিক্ষার্থীর সংখ্যার শতকরা হিসেব অনুযায়ি প্রতি শিফটে আসন বন্টন হয়ে থাকে।
মনেকরি কোন ইউনিটে মোট আসন সংখ্যা হলো ২০০ টি। উক্ত ইউনিটে মোট পরিক্ষার্থী ১০,০০০। তাহলে প্রথম শিফটে পরীক্ষার্থী হবে ৬২০০ জন মানে মোট পরিক্ষার্থীর ৬২% এবং পরের শিফটে হবে ৩৮০০ জন, যা মোট পরিক্ষার্থীর ৩৮%। এক্ষেত্রে প্রথম শিফটের জন্য বরাদ্দকৃত সীটের পরিমান’ও হবে মোট সীট সংখ্যার ৬২% অর্থাৎ ২০০টি সীটের মধ্যে প্রথম শীফট পাবে ১২৪ টি সীট ও পরের শীফট পাবে ৩৮% অর্থাৎ ৭৬টি সীট। প্রথম শিফটের ১২৪টি সীটে প্রথম শীফটের মেধাক্রম অনুযায়ী ভর্তী হবে। একিভাবে দ্বিতীয় শিফিটের ৭৬টি সীটে দ্বিতীয় শিফটের মেধাক্রম অনুযায়ী ভর্তী হবে।
এরপরে কোন ইউনিটে যদি সাইন্স, আর্টস ও কমার্সের জন্য আলাদা সীট বিন্যাস থাকে (যেমন G unit) তাহলে সেখনেও উক্ত শিফটের বরাদ্দকৃত আসন সংখ্যা থেকে শতকরা অনুযায়ী আসন বরাদ্দ হবে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের জন্য ইউনিট ভিত্তিক আসন বিন্যাস
প্রতি শিফটে বরাদ্দকৃত আসন সংখ্যা নির্ভর করে উক্ত শিফটের পরিক্ষার্থীর সংখ্যার অনুযায়ী। তাই এই সংখ্যা প্রতি বছর পরিবর্তন হয়। নীচে ২০১৬-১৭ শিক্ষা বর্ষের জন্য ইউনিট ভিত্তিক বরাদ্দকৃত আসন সংখ্যা দেয়া হলোঃ
A ইউনিট - বিষয় ৩টি - শিফট নেই
বিষয় ভিত্তিক আসন সংখ্যা
- আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিসঃ ৮০টি
- দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিসঃ ৮০টি
- আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিসঃ ৮০টি
B ইউনিট - বিষয় ৫টি - শিফট ৩টি
বিষয় ভিত্তিক আসন সংখ্যা
- বাংলাঃ ৮০টি
- ইংরেজিঃ ১০০টি
- আরবি ভাষা ও সাহিত্যঃ ৮০টি
- ইসলামে ইতিহাস ও সংস্কৃতিঃ ৮০টি
- ফোকলোর স্টাডিসঃ ৮০টি
শিফট ভিত্তিক আসন সংখ্যা
- ১ম শিফটঃ ১৮২টি
- ২য় শিফটঃ ১৭২টি
- ৩য় শিফটঃ ৬৬টি
C ইউনিট - বিষয় ৩টি - শিফট ৩টি
বিষয় ভিত্তিক আসন সংখ্যা
- অর্থনীতিঃ ৭৫টি
- রাষ্ট্রবিজ্ঞানঃ ৭৫টি
- লোক প্রশাসনঃ ৭৫টি
শিফট ভিত্তিক আসন সংখ্যা
- ১ম শিফটঃ ১০২টি
- ২য় শিফটঃ ৯৪টি
- ৩য় শিফটঃ ২৯টি
D ইউনিট - বিষয় ৩টি - শিফট ২টি
বিষয় ভিত্তিক আসন সংখ্যা
- এ্যাপ্লাইড ক্যামেস্ট্রি এ্যান্ড ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিংঃ ৪৫টি
- বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংঃ ৪৫টি
- ফলিত খাদ্য ও পুষ্টিঃ ৪৫টি
শিফট ভিত্তিক সিটের সংখ্যা
- ১ম শিফটঃ ৭১
- ২য় শিফটঃ ৬৪
E ইউনিট - বিষয় ৩টি - শিফট ২টি
বিষয় ভিত্তিক আসন সংখ্যা
- এ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংঃ ৪৫টি
- কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিংঃ ৪৫টি
- ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংঃ ৪৫টি
শিফট ভিত্তিক সিটের সংখ্যা
- ১ম শিফটঃ ৭০টি
- ২য় শিফটঃ ৬৫টি
F ইউনিট - বিষয় ২টি - শিফট নেই
- গণিতঃ ৫০টি
- পরিসংখ্যানঃ ৫০টি
G ইউনিট - বিষয় ৪টি - শিফট ২টি
বিষয় ভিত্তিক আসন সংখ্যা
- ফিন্যান্স এন্ড ব্যাংকিংঃ ৭৫টি
- হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতিঃ ৭৫টি
- ব্যবস্থাপনাঃ ৭৫টি
- মার্কেটিংঃ ৭৫টি
শিফট ভিত্তিক সিটের সংখ্যা
- ১ম শিফটঃ কমার্স ২০৪টি, অন্যান্য ৩৯টি
- ২য় শিফটঃ কমার্স ৪১্টি, অন্যান্য ১৬
H ইউনিট - বিষয় ২টি - শিফট নেই
বিষয় ভিত্তিক আসন সংখ্যা
- আইনঃ ৮০
- আল ফিকহঃ ৬০
- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটঃ http://iu.ac.bd/
- এ্যাডমিশন সম্পর্কিত সকল নোটিসঃ http://iu.ac.bd/admission/notice
- এ্যাডমিশনের রেজাল্টঃ http://iu.ac.bd/admission-result
আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
ধন্যবাদ।
0 comments:
Post a Comment