ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের
প্রাক্তন শিক্ষার্থীদের গেট-টুগেদার প্রোগ্রাম গতকাল ঢাকার সূচনা কমিউনিটি
সেন্টারে অনুষ্ঠিত হয়। বিভাগের ” এস এ কমিটি (Self Assessment Committee)”
কর্তিক আয়োজিত এ প্রোগ্রামে বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ এবং নিজ নিজ
কর্মক্ষেত্রে আলোকিত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। ১২ টি
ব্যাচের প্রাক্তন ছাত্রদের পদচারণায় মুখরিত ছিল এ অনুষ্ঠানস্থলটি। আইসিই
বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডঃ জাহিদুল ইসলামের সুচনা বক্তব্যের
মদ্ধ্য দিয়ে এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর শুরু হয় বিভাগের প্রথম
ব্যাচ থেকে শুরু করে ১২ তম ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের পরিচয় পর্ব।
দুপুরের খাবার, প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন গঠনমূলক আলোচনা,
স্মৃতিচারণ, গান, ফটোসেশন সবমিলিয়ে এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়। এই
প্রোগ্রামের মুল আকর্ষণ ছিল এলামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন। বিভাগের
প্রাক্তন ছাত্র এবং বর্তমানে এই বিভাগেরই শিক্ষক অ্যাসিসট্যান্ট প্রফেসর
জসীম উদ্দিন এবং অ্যাসিসট্যান্ট প্রফেসর আলমগীর হোসেন সহ শিক্ষকদের
প্রস্তাবনায় এবং উপস্থিত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ৮ জন প্রাক্তন
শিক্ষার্থীদের নিয়ে মোট ১০ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয় প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ সামসুল হক রিপনকে এবং
যুগ্ম আহ্বায়ক করা হয় ইফতী শিমুল এবং মাহবুবুর রহমানকে। কমিটির আহ্বায়ক
মোঃ সামসুল হক রিপন এই এলামনাই এর মাধ্যমে নিজ বিভাগকে এবং বিভাগের সকল
শিক্ষার্থীদেরকে সবরকমের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সবশেষে এই
বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ডঃ মাহাবুবুর রহমানের আবেগঘন বক্তব্যের
মদ্ধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শেষ হয়।

Saturday, December 10, 2016
Powered by Blogger.
0 comments:
Post a Comment