Sunday, November 20, 2016

ইসলামী বিশ্ববিদ্যালয় ICE বিভাগের অধীনে চলছে IOT Innovation Lab এর কার্যক্রম

সারাবিশ্বে এগিয়ে চলছে Internet এর  ব্যবহার সেই সাথে এগিয়ে চলছে IOT (Internet Ot Thing) এর কার্যক্রম । সাম্প্রতিক সময়ে Information And Communication Technology  সেক্টরে IOT  এর ব্যবহার অতি দ্রুত প্রসার  ঘটছে । ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এই  সেক্টরে  দক্ষ জনগন তৈরি করতে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের Information And Communication Engineering  বিভাগে এক ল্যাব উদ্বোধন করা হয়েছে   'IOT Innovation lab ' ।  এবং IOT Innovation lab ল্যাব থেকে ছাত্র ছাত্রীরা হাতে কলমে Internet Ot Thing এর ব্যবহার শিখছে এবং project  তৈরি করছে ।  ল্যাবের সার্বিক তত্ত্বাবধানে আছেন  Information And Communication Engineering  বিভাগে শিক্ষক বৃন্দ এবং প্রশিক্ষক হিসাবে আছেন মোঃ শামসুল হক । সার্বিক সহযোগিতাই আছে Nation tech .





                                                                               






















0 comments:

Post a Comment

Powered by Blogger.