Tuesday, November 1, 2016

ইবির ভর্তি যুদ্ধে প্রতি আসনে লড়বে ৪৩ জন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেনীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৪৩ জন ভর্তিচ্ছু।
আগামী ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ জানান, এ বছর ভর্তি পরীক্ষায় ৫ টি অনুষদের অধীনে মোট ৮টি ইউনিটে মোট আবেদন ফরম জমা পড়েছে ৭২হাজার ৯শত ১০ টি।
তার মধ্যে থিওলোজি অনুষদ ভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১৯ শত ৬০ টি।
কলা অনুষদ ভুক্ত ‘বি’ ইউনিটে ৪২০ টি আসনের বিপরীতে ১৪ হাজার ৯ শত ৫৬ টি, সমাজ বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘সি’ ইউনিটে ২২৫ টি আসনের বিপরীতে ১৪ হাজার ৩ শত ৮২টি আবেদন জমা পড়েছে।
ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘ডি’ ই্উনিটে ১৩৫ টি আসনের বিপরীতে ১২ হাজার ২শত ৮৯টি , ‘ই’ ইউনিটে ১৩৫ টি আসনের বিপরীতে ১২ হাজার ৩শত ৯১টি, ও ‘এফ’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে ২ হাজার ৯ শত ৪৪ টি আবেদন জমা পড়েছে।
এছাড়াও ব্যবসায় অনুষদ ভুক্ত ‘জি’ ইউনিটে ৩০০ আসনের বিপরীতে ৮ হাজার ৩ শত ২৭ টি।
আইন ও মুসলিম বিধান অনুষদ ভুক্ত ‘এইচ’ ইউনিটে ১৪০ আসনের বিপরীতে ৫ হাজার ৬ শত ৬১ টি আবেদন জমা পড়েছে।
আগামী ১০ নভেম্বর থেকে প্রবেশপত্র উত্তোলন করা যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

উল্লেখ, গত বছর ৬৪হাজার ৭৮০ টি আবেদন জমা পড়েছিলো। সে তুলনায় এবছর ৮ হাজার ১৩০টি আবেদন বেশি জমা পড়েছে।

0 comments:

Post a Comment

Powered by Blogger.